দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখতার আহমেদ কচির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার পূর্বের দায়িত্ব...
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখতার আহমেদ কচির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার পূর্বের দায়িত্বেই বহাল থাকবেন।
বুধবার (৬ নভেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগে মোখতার আহমেদ কচির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে পর্যালোচনা শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ফলে তিনি এখন থেকে পুনরায় দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বদা মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সেই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মোখতার আহমেদ কচি দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে জেলার নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
এ সিদ্ধান্তে দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা রাজনৈতিক নেতা-কর্মীদের।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই