দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ...
দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত নেতা বজলুর রশিদ কালুর সমর্থকরা।
বৃহস্পতিবার (৬ নবেম্বর) দুপুরে বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে বিরল উপজেলার বাসী ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিরল উপজেলা বিএনপি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বজলুর রশিদ কালুর সমর্থকরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রার্থী পরিবর্তনের দাবি জানান। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিনাজপুর–২ আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে তা দলীয় জনমতের পরিপন্থী। তারা বলেন, এই আসনে জনপ্রিয় ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থী মনোনীত করার দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এসময় তারা কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই