Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে বিএনপির মনোনয়নবঞ্চিত গোলাম মোস্তফার সমর্থকদের বিক্ষোভ

জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল...

জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এবং রায়কালী  বাজারে এই বিক্ষোভ করে। এ সময় আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীকে  ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে ‘অতিথি পাখিকে চাই না, তাকে মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন। তার মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি জানান। 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনো দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি।

বিক্ষোভ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রায়কালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মতু, রায়কালী সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা বলেন, জয়পুরহাট-২ আসনের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজানা একজন অবসরপ্রাপ্ত আমলাকে মনোনয়ন দেয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে। তাকে রাজনৈতিক মাঠে আমরা কোনো দিন দেখিনি। তিনি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। দুর্দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে এলাকায় আসেননি। কেউ তাকে চিনেনও না। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে পুনরায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে মনোনয়ন দেয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।

গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ আমরা বিগত আওয়ামী শাসন আমলে তাদের বহু অত্যাচার সহ্য করে রাজপথে টিকে ছিলাম। পক্ষান্তরে আব্দুল বারীকে এলাকায় কোনো দিন দেখা যায়নি। তিনি হঠাৎ পরিস্থিতি বদলের পর অতিথি পাখির মতো এলাকায় এসে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।  অবিলম্বে তার মনোনয়ন বাতিল করা হোক।

রায়কালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মতু বলেন, এই আসনের দেয়া মনোনয়ন পুনরায় বিবেচনা করে দুর্দিনের নির্যাতিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে দেয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।

হারুনুর রশীদ।

 

কোন মন্তব্য নেই

Ads Place