আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে নির্বাচনী সভা করেছে জয়পুরহাট -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে নির্বাচনী সভা করেছে জয়পুরহাট -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের তাজুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক এমএ ওয়াহাব, পৌর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ প্রধান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয।
রেজাউল করিম রেজা।

কোন মন্তব্য নেই