আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর-৬ আসনে ধানের শীষের শক্তি প্রদর্শনে হাকিমপুরের হিলিতে অনুষ্ঠিত হলো বিএনপির এক নজরকাড়া ও ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর-৬ আসনে ধানের শীষের শক্তি প্রদর্শনে হাকিমপুরের হিলিতে অনুষ্ঠিত হলো বিএনপির এক নজরকাড়া ও বিশাল মোটরসাইকেল শোডাউন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বিশাল বহর একসঙ্গে শোভাযাত্রা শুরু করে। শোডাউনটি হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পুরো শোভাযাত্রা জুড়েই ছিল, ধানের শীষ বিজয় চাই, গণতন্ত্র ফিরে দাও, সহ নানা স্লোগানের মুখরতা।
শোডাউনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন। বিভিন্ন স্থানে শোভাযাত্রাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষও।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনে আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজকের মোটরসাইকেল শোডাউন সেই ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ। দুই হাজারের বেশি মোটরসাইকেলের অংশগ্রহণ দেখেই বোঝা যায়, হিলিতে ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা কত গভীর।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এটি ছিল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা। মূলত ধানের শীষের প্রচার-প্রচারণাকে আরও বেগবান করতেই এই আয়োজন। জনগণের মাঝে বিএনপির প্রতি যে আশা ও আস্থা তৈরি হয়েছে, আজকের শোডাউন তা আরও দৃঢ়ভাবে প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষকেই বিজয়ের মুকুট পরিয়ে দেবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ শোডাউনকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর বিএনপির এমন শক্তিশালী উপস্থিতি হিলিতে নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস যোগ করেছে। শোডাউনটি এলাকাজুড়ে নতুন সম্ভাবনা, উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, বিএনপির বড় ধরনের এই শক্তি প্রদর্শনকে সামনে রেখে আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসন ঘিরে উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত মিলছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই