জয়পুরহাটের কালাই উপজেলা চালকল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় আব্দুল আজিজ আকন্দকে সভাপতি ও হুমায়ুন কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে ত্...
জয়পুরহাটের কালাই উপজেলা চালকল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় আব্দুল আজিজ আকন্দকে সভাপতি ও হুমায়ুন কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধায় উপজেলার চালকল মালিক সমিতির সদস্যদের নিয়ে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমি চত্বরে বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তিন বছর মেয়াদে আব্দুল আজিজ আকন্দকে সভাপতি ও হুমায়ুন কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন আহমেদ।
উল্লেখ্য, কালাই উপজেলা চালকল মালিক সমিতির ১২৮ জন সদস্য রয়েছে। প্রতি তিন বছর পর পর নতুন কমিটি গঠন করা হয়।
মো: মোছাদ্দেকুল ইসলাম।

কোন মন্তব্য নেই