বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক মতবিনিময় সভা ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার পুনট ইউনিয়নের শিকটা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ পথসভা হয়।
এসময় পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপনের সঞ্চালনায় শিকটা এ.জি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারী বলেন, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে দল থেকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। আমার নির্বাচনী এলাকায় কোন অফিসে অনিয়ম, দুর্নীতি, ঘুষ চলবেনা। আমি নিজে চাকরি জীবনে শতভাগ সততার সাথে কাজ করেছি এবং আমার অফিস ছিল ঘুষ দূর্নীতি মুক্ত। আমার কাছে কোন অনিয়মের প্রশ্রয় নেই। বিশেষত ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভয়ের সংস্কৃতি এখানে থাকবে না। এখানে আইনের শাসনের থাকবে, প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার পাবে। প্রত্যেকটি মানুষের মূল্যবোধ লালিত করা হবে।
তিনি আরও বলেন, আমি এলাকায় সারা পাচ্ছি ব্যাপক ভাবে এবং আমি যেখানে যাচ্ছি সেখানে শত শত লোক, হাজার হাজার লোক জড়ো হয়। আমি চাই পথসভা সংক্ষিপ্ত করার জন্য এবং গ্রামের মানুষদের সাথে কথা বলার জন্য সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু আমি যে গ্রামে যাচ্ছি সেখানে শত শত লোক জড়ো হয়। বাজার এলাকা গুলোতে গেলে হাজার লোক পর্যন্ত জড়ো হয়। এভাবে মানুষ আমাকে অত্যন্ত আস্থায় রেখেছে, মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি মানুষের এই আস্থা ও ভালোবাসার মূল্য দিতে চাই। আমি ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছি। আমার ব্যক্তিগত কোন চাহিদা ও প্রয়োজন নেই। আমি আমার জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এ.এইচ.এম ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান।
রাব্বিউল হাসান রমি।

কোন মন্তব্য নেই