দিনাজপুরের হিলিতে ভারতীয় গরু ও ছাগলের নিষিদ্ধ বীজ এবং ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার ট...
দিনাজপুরের হিলিতে ভারতীয় গরু ও ছাগলের নিষিদ্ধ বীজ এবং ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে আনা নিষিদ্ধ প্রাণী বীজ এবং অনুমোদনহীন ভ্যাকসিন ব্যবহার ও বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভোক্তার স্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় পদ্মকলি সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মনতাসির মামুন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোকছেদ আলী।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ ভেটেরিনারি পণ্য বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই