আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরের ৬টি আসনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫২ জন। ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরের ৬টি আসনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিলো ২৫ লাখ ৯ হাজার ৩৩১ জন। বর্তমানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন।
তিনি জানান, দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে বর্তমান ভোটার সংখ্যা ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন, নারী ভোটার ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন এবং হিজরা ভোটার ২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে ৮৪১টি হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে। আমরা আশাবাদী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন, পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ২ লাখ ৫ হাজার ৯১০ জন, হিজরা ২ জন।
দিনাজপুর-২ মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ২০৬ জন, পুরুষ ১ লাখ ৮৪ হাজার ১২২ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৮৪ জন।
দিনাজপুর-৩ মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪ জন, পুরুষ ২ লাখ ২ হাজার ৮৮৭ জন, নারী ২ লাখ ৮ হাজার ১১৫ জন, হিজরা ২ জন।
দিনাজপুর-৪ মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৪১ জন, পুরুষ ২ লাখ ৮ হাজার ৩৮০জন, নারী ২ লাখ ৭ হাজার ৬৫৯ জন, হিজরা ২ জন।
দিনাজপুর-৫ মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ২২০ জন, পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৩০ জন, নারী ২ লাখ ৩৬ হাজার ১৮৭জন, হিজরা ৩ জন।
দিনাজপুর-৬ মোট ভোটার ৫ লাখ ৭০ হাজার ৭৬৯ জন, পুরুষ ২ লাখ ৮৬ হাজার ৬০ জন, নারী ২ লাখ ৮৪ হাজার ৬৯৬ জন, হিজরা ১৩ জন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোটার বৃদ্ধি এবং ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ করার চেষ্টা করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই