Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়ছে এক বছরের শিশু অয়ন

দিনাজপুরের হিলি পৌর শহরের ধরন্দা গ্রামের ১ বছর বয়সী শিশু আলী আবরার অয়ন হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। অর্থের অভাবে সন্তানের ব্যয়ব...

দিনাজপুরের হিলি পৌর শহরের ধরন্দা গ্রামের ১ বছর বয়সী শিশু আলী আবরার অয়ন হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। অর্থের অভাবে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে দিশেহারা বাবা-মা। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন করা গেলে হয়তো কোমলমতি এই শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

অয়ন হিলির ধরন্দা গ্রামের শিক্ষার্থী দম্পতি আলী হোসেন অন্তর ও আখিঁ মনির প্রথম সন্তান। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকে সে। জন্মের তিন মাস পর বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে, শিশুটির হার্টে বড় একটি ছিদ্র রয়েছে। এরপর থেকে চিকিৎসার জন্য যা কিছু ছিলো বাবা-মা ব্যয় করেছেন, কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। বর্তমানে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

অপুষ্ট ও দুর্বল দেহের কারণে অয়ন স্বাভাবিক খাবারও খেতে পারে না। খেলে তা বমি হয়ে বের হয়ে যায়। সারাক্ষণ কান্নাকাটি করছে। চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পেরে বন্ধ হয়ে গেছে তার নিয়মিত চিকিৎসাও।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, অন্তরের এক বছরের সন্তান অয়ন জন্মের পর থেকেই হার্টের সমস্যায় ভুগছে। এখন খুব খারাপ অবস্থায় আছে। আমরা এলাকাবাসী যতটুকু পারছি সাহায্য করছি, কিন্তু এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। দেশবাসীর কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন শিশুটির জীবন বাঁচাতে।

শিশুটির ফুফু মুক্তা বেগম বলেন, এটাই তাদের প্রথম সন্তান। বাচ্চাটিকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো। কিন্তু প্রতিদিনই তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। এত টাকা কোথা থেকে আসবে জানি না।"

অভিভাবক অন্তর ও আখিঁ কাঁদতে কাঁদতে জানান,

আমাদের কোলে ফুটে ওঠা ফুল আজ ঝরে যাচ্ছে। সন্তানের চিকিৎসার জন্য যা কিছু ছিলো সব শেষ করেছি। কিন্তু ছেলেকে বাঁচাতে পারলাম না। ডাক্তাররা দ্রুত অপারেশন করতে বলেছেন। আজ আমরা পুরোপুরি অসহায়। কেউ কি আছেন, আমাদের অবুঝ সন্তানের পাশে দাঁড়াবেন?

এ বিষয়ে হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ধরন্দা গ্রামের একটি শিশুর হার্টে ছিদ্র ধরা পড়েছে। তার বাবা-মা আমাদের অফিসে এসেছেন। সরকারি অনুদানের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছি। আশা করছি আবেদন করলে সরকারি সহযোগিতায় অন্তত ৫০ হাজার টাকা পাওয়া যাবে।

অসহায় এই পরিবারের একটাই আকুতি সমাজের দয়ালু মানুষগুলো যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো প্রাণ ফিরে পাবে এক বছরের নিষ্পাপ শিশু অয়ন।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place