জয়পুরহাটের আক্কেলপুরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৪ ...
জয়পুরহাটের আক্কেলপুরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামে প্রবাসী সোহেল রানার বাড়িতে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা কোরবানি ঈদের আগে বাড়িতে আসেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
আজ বৃহস্পতিবার ভোরে ২০ থেকে ২২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির নিচতলায় থাকা প্রবাসী সোহেলের বাবা রুবেল হোসেনকে ঘুম থেকে ডেকে তুলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় তার ছেলে সোহেল রানার শয়নঘরে যায়। বাবার ডাকাডাকিতে ছেলে সোহেল ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে দিলে ডাকাতেরা তাকেও জিম্মি করে হাত-পা বেঁধে সবাইকে ঘরে আটকে রাখে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দল বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
প্রবাসী সোহেলের জানান, ডাকাত দলে ২০ থেকে ২২ জন ছিল। তারা আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১৮-২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোর রাতে প্রবাসী সোহেলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে বাড়িটিতে গিয়েছিলাম। থানা পুলিশও এসেছিল।’
আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
কোন মন্তব্য নেই