ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে রাজনৈতিক কর্মকাণ্ড আর শুধু মাঠ-ময়দানে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, অনলাইন নিউজ পোর...
ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে রাজনৈতিক কর্মকাণ্ড আর শুধু মাঠ-ময়দানে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এখন রাজনীতির অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিও এই বাস্তবতা অনুধাবন করে তরুণদের নিয়ে গড়ে তুলেছে জিয়া সাইবার ফোর্স (ZCF)।
বিগত এক দশকে বাংলাদেশের রাজনীতিতে অনলাইন প্রোপাগান্ডা, গুজব প্রতিরোধ এবং তথ্যপ্রযুক্তি নির্ভর প্রচারণার গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে “জিয়া সাইবার ফোর্স” নামের এই সংগঠন গড়ে ওঠে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা এবং ডিজিটাল মাধ্যমে গণতন্ত্র ও মুক্তচিন্তার বার্তা ছড়িয়ে দেওয়া।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন, সচেতনতামূলক পোস্টার ও ভিডিও প্রকাশ, ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেক কার্যক্রম এবং রাজনৈতিক মতাদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছে। শুধু অনলাইনেই নয়, অফলাইনেও তারা তরুণদের সাইবার প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক রাজনৈতিক কর্মশালা আয়োজনের মাধ্যমে কাজ করছে। এর ফলে একদিকে তরুণরা দক্ষ হয়ে উঠছে, অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ছে।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. নাফিউৎ জামান তালুকদার। তার নেতৃত্বে জেলা শাখার কার্যক্রম নতুন গতি পাবে বলে মনে করা হচ্ছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রাসেল আহমেদ (সূর্য )। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো.আকতারুল হাসান বকুল, মো. লিটন তালুকদার, মো. ইফতেখায়রুল আবেদিন ও মো. আবির ইফতেখার। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. হানিফ মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মো. শামীমুর রহমান, মো. রেজুয়ান হোসেন , মো. নাহিদ হাসান এবং মো. আফসান।
কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে। পাশাপাশি ৬০ দিনের মধ্যে উপজেলা ও থানা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
নতুন আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাফিউৎ জামান তালুকদার বলেন, “তরুণদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে আমরা অনলাইন এবং অফলাইনে সমানভাবে কাজ করব। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়া রাজনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দলের আদর্শ ও উন্নয়ন ভাবনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে জিয়া সাইবার ফোর্স কার্যকর ভূমিকা পালন করবে।” তিনি আরও বলেন, সংগঠনটির মাধ্যমে তরুণদের সাইবার দক্ষতা কাজে লাগিয়ে ভুয়া তথ্য প্রতিরোধ এবং সঠিক তথ্য প্রচার করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জয়পুরহাটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে বিএনপির ডিজিটাল কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়বে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পাবে। পর্যবেক্ষকরা আরও উল্লেখ করছেন, শুধু অনলাইনেই নয়, মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে জিয়া সাইবার ফোর্স একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
রাশেদ ইসলাম/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই