দিনাজপুরের হিলি বন্দর কাঁচামরিচের কেজি ১১০ টাকা পাইকারি বিক্রি করছেন আমদানিকারকরা। আবার সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে...
দিনাজপুরের হিলি বন্দর কাঁচামরিচের কেজি ১১০ টাকা পাইকারি বিক্রি করছেন আমদানিকারকরা। আবার সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, খুচরা বাজারে সিন্ডিকেট চলছে।
কাস্টমস সুত্রে জানা যায়, চলতি মাসে ১৫৯ টি ট্রাকে ১ হাজার ৩০৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে হিলি বন্দর ঘুরে জানা যায়, গত বুধবার এই বন্দরে ভারতীয় কাঁচামরিচ আমদানি কারকরা পাইকারি দিয়েছেন ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। আমদানি বাড়ায় গত বৃহস্পতিবার বন্দরে তা বিক্রি হয়েছিলো ১৩০ থেকে ১৪০ টাকা কেজি হিসেবে। আজ শনিবার বন্দরে আবারও সেই কাঁচামরিচ আমদানিকারকরা বিক্রি করছেন ১১০ টাকা কেজি দরে।
এদিকে হিলি সবজি বাজারে আমদানিকৃত সেই কাঁচামরিচ খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ১৬০ টাকা কেজি হিসেবে। গত দুই দিন আগেও খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিলো ২০০ টাকা কেজি দরে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, আজ আমরা ১৫০ টাকা কেজি পাইকারি কিনে তা ১৬০ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি করছি। গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
হিলি বাজারে পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গত দুই আগে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি পাইকারি বিক্রি করেছিলাম। আজ আমদানি বাড়ায় ১২০ টাকা কেজি পাইকারি বিক্রি করছি।
হিলি বন্দরে বগুড়া থেকে আসা কাঁচামরিচ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আমরা এই বন্দর থেকে যে দামে কাঁচামরিচ ক্রয় করে নিয়ে যায়, তার কয়েকটা লাভে বাজারে পাইকারি দিয়ে থাকি। কিন্তু কেন বাজারে কম দামে বিক্রি করে না সেটা আমি বুঝি না। আমার মনে হয় সেখানে একরা সিন্ডিকেট কাজ করে। আজ আমরা বন্দরে আমদানি কারকদের নিকট থেকে ১১০ থেকে ১২০ টাকা পাইকারি কাঁচামরিচ কিনছি।
হিলি বন্দরে কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বর্তমান হিলি বন্দর প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। আবার দেশের বাজারেও দেশি কাঁচামরিচ আমদানি হচ্ছে। যার কারণে মরিচের দাম অনেক কমে গেছে। গত বুধবার ১৭০ থেকে ১৮০ টাকা, গত বৃহস্পতিবার ১৩০ থেকে ১৪০ টাকা এবং আজ শনিবার ১১০ টাকা কেজি হিসেবে বন্দরে পাইকারি দিচ্ছি। আশা করছি আমদানি স্বাভাবিক থাকলে আগামীতে আরও দাম কমে যাবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, চলতি আগস্ট মাসে এই বন্দরে ১৪৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। যেহেতু দেশের বাজারে পণ্যটির চাহিদা রয়েছে, সেহেতু আমরা কাস্টমসের সকল কার্যক্রম দ্রুততার সাথে সম্পূর্ণ করছি।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই