জয়পুরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এ সভ...
জয়পুরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জয়পুরহাটে ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফদ্দৌলা, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় জয়পুরহাট জেলায় গত একমাসের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
কোন মন্তব্য নেই