জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক চিকিৎসা ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় কাকলি শিশু নিকেতন ও স...
জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক চিকিৎসা ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম।
প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল।
দ্বিতীয় অধিবেশনে সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পায়েল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন ও অধিবেশন পরিচালনা করেন। শেষে উপজেলার এই স্বনামধন্য সংগীতশিল্পী পায়েল সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের চতুর্থ থেকে দশম শ্রেণির ৭০ জন ছাত্রী অংশগ্রহন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আব্দুন নূর নাহিদ।
কোন মন্তব্য নেই