দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত চাল খালাস শুরু হয়েছে। শুল্ক জটিলতা কাটিয়ে মঙ্গলবার বিকাল থেকে বন্দরে ট্রাক থেকে চাল খালাসের ক...
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত চাল খালাস শুরু হয়েছে। শুল্ক জটিলতা কাটিয়ে মঙ্গলবার বিকাল থেকে বন্দরে ট্রাক থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং সাধারণ ক্রেতাদের মাঝেও কিছুটা আশার সঞ্চার হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি চাল আমদানির ক্ষেত্রে শুল্কহার ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই হিলি স্থলবন্দরে আমদানিকৃত প্রায় ২ হাজার ৮১৪ মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় ছিল।
কাস্টমস সুত্রে জানাযায়, মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল থেকে খালাস শুরু হওয়ায় দ্রুত বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন বলেন, ৬দিন ধরে চাল খালাস না হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন। এখন খালাস শুরু হওয়ায় বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ হবে। এতে ভোক্তারা উপকৃত হবেন।
অন্যদিকে স্থানীয় বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় চাল সরবরাহ শুরু হলে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে। ফলে দাম কিছুটা হলেও কমবে। নিম্ন আয়ের মানুষ এতে সবচেয়ে বেশি উপকৃত হবে। নিয়মিত আমদানি ও খালাস অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল কিনতে পারবেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই