দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হ...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, আর দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে পেঁয়াজের উচ্চমূল্যে নাজেহাল ক্রেতারা হঠাৎ দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন।
গত রোববার বিকেল থেকে ভারতীয় ট্রাকে পেঁয়াজ আমদানি শুরু হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে এবং খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ পাইকারিতে ৬২ টাকা ও খুচরায় ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
হঠাৎ দাম কমায় সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বাজারে পেঁয়াজ কিনতে আসা নোমান হোসেন বলেন, কিছুদিন আগেও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। কিন্তু এখন ভারতীয় পেঁয়াজ আসায় দাম কমেছে। দেশি পেঁয়াজ ৬৫ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় কিনতে পারছি। এতে আমাদের মতো সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছি।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব জানান, ভারতীয় পেঁয়াজ আসায় দেশি পেঁয়াজের দামও কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ পাইকারি ৬২ টাকায় কিনে ৬৫ টাকায় বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে।
হিলি পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, দেশে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ সাড়ে ৫ মাস পর ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। আশা করছি, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই