জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পাঁচ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। ব...
জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পাঁচ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, কয়া সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৫৪এস-এর ৩৫০ গজ ভেতরে বৃষ্টিভেজা অবস্থায় পাঁচজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। পরে বুধবার সকাল ১১টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলা সদরের দক্ষিণ টুটুপাড়া গ্রামের পড়ান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), ছেলে রমজান মোড়ল (৮), মেয়ে মুসকান (৫) এবং আমেনা (২)।
কয়া ২০ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান, আটককৃতদের প্রথমে বিএসএফের কাছে পাঠানো হলেও পরে আলোচনা সাপেক্ষে বিজিবির হেফাজতে নেয়া হয়।
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসার জন্য ছিলেন। হঠাৎ বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আটক ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তাদেরকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হারুনুর রশীদ।
কোন মন্তব্য নেই