জয়পুরহাটের কালাই উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আজিজার রহ...
জয়পুরহাটের কালাই উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আজিজার রহমান থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
আহতরা হলেন -আজিজার রহমান, তার স্ত্রী রিনা আক্তার (৪২), মেয়ে শারমীন আক্তার (২১) এবং (আজিজারের ভাতিজা) প্রতিপক্ষের শিহাব উদ্দিন আহত হন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালখুর গ্রামে আজিজার রহমানের বসতবাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বড় ভাই ছাইদুল, শাহজাহান, ভাতিজা শিহাব উদ্দিন , বাসেতসহ কয়েকজন চড়াও হয়। প্রথমে গালিগালাজ, পরে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে আজিজার, তার স্ত্রী রিনা আক্তার (৪২) ও মেয়ে শারমীন আক্তার (২১) আহত হন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সিএনজি গাড়ি, জানালা ও আঙিনার গাছপালাও নষ্ট করে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসা শেষে ধাপে ধাপে তারা বাড়ি ফিরেছেন।
ভুক্তভোগীর আজিজার রহমান বলেন,
“বসতবাড়ির সামনে চলাচলের জন্য ৫ ফুট রাস্তা রেখে দেওয়া হয় সমঝোতার ভিত্তিতে। কিন্তু প্রতিপক্ষরা এখন জোর করে ৮ ফুট জায়গার দাবি করে। এই নিয়েই আমাদের ওপর হামলা হয়েছে। আমি, স্ত্রী ও মেয়ে মিলে রক্ষা পাইনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত বড় ভাই ছাইদুল দাবি করেন,
“আমাদের ছোট ভাই আজিজার আর বোন শাহিদার মধ্যে বেড়া দেওয়া নিয়ে ঝগড়া হয়। আমি বড় ভাই হিসেবে মীমাংসার চেষ্টা করেছিলাম। তখন আজিজাররা আমাদের আক্রমণ করে, পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে উভয়পক্ষই আহত হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।”
কালাই থানার কর্তব্যরত ডিউটি অফিসার এবং পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী আজিজার রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই