দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদান...
দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এই বন্দরে ৫ জন আমদানিকারককে ১৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে নওগাঁর জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের একটি ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়।
জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশেদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ হিলি বন্দরে আমদানি হয়েছে।
হিলি বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, গত ৩ মার্চ ২০২৫ সর্বশেষ হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিলো। প্রায় সাড়ে ৫ মাস পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই বন্দরে ৫ জন আমদানিকারক ৩০ মেট্রিকটন করে ১৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই