Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দোকান ঘর নির্মাণ ও বিচারককে হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকান ঘর নির্মাণের প্রতিবাদে ও বহিরাগতদের দ্বারা মাননীয় বিচা...

জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকান ঘর নির্মাণের প্রতিবাদে ও বহিরাগতদের দ্বারা মাননীয় বিচারকবৃন্দদের হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।

জয়পুরহাটে জেলা প্রশাসকের প্রশ্রয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কর্তৃক আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টার অভিযোগ আনা হয় মানববন্ধনে।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, সদস্য সচিব, নাজমুল ইসলাম জনি, সদস্য নূর-ই-আলম সিদ্দিক প্রমুখ।

আইনজীবীদের অভিযোগ, জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরীর ইন্ধনে কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টা করছে এবং কদিন আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্র আন্দোলনের সময় নিহত আহতের ঘটনায় গ্রেপ্তার আসামীদের জামিন দেওয়ার বিষয় নিয়ে কতিপয় বহিরাগত অযাচিতভাবে আদালতে ঢুকে বিচারকদের শাসিয়ে আসে। মানববন্ধনে বক্তারা এদের বিচারের আওতায় আনার দাবী জানান।

মাহফুজ রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place