Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে পুকুরকে কেন্দ্র করে মসজিদের সভাপতিকে পিটিয়েছে সেচ্ছাসেবকলীগ নেতা

জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিম পাড়া গুচ্ছগ্রাম হাটপুকুরিয়া উক্তিয়া মসজিদের পুকুরকে কেন্দ্র করে সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড স...

জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিম পাড়া গুচ্ছগ্রাম হাটপুকুরিয়া উক্তিয়া মসজিদের পুকুরকে কেন্দ্র করে সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতির বিরুদ্ধে।

ঘটনা সূত্রে জানা যায়, গত  ৫ আগষ্ট গণঅভুর্থানের পর আওড়া পশ্চিম পাড়া গুচ্ছগ্রামে থাকা সরকারী চান্ডাল নামে একটি পুকুরের ইজারা নেন ততকালীন কালাই উপজেলা যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন ছানা। পরবতীতে পুকুরটি তিনি চাষ না করলে হাটপুকুরিয়া মসজিদে দান করেন। তখন থেকে গ্রাম বাসীর সহযোগিতায় মসজিদ কমিটি পুকুটি সংস্কার করে চাষ করতে থাকলে হঠাৎ ওয়ার্ড সেচ্ছাসেবলীগের সভাপতি জাকারিয়া পুকুটি দখলে নিয়ে মাছ চাষের পায়তারা করে।  সে ২৩ শে জুলাই রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় তার দলবল নিয়ে পুকুরে মাছ ছেড়ে দিতে গেলে গ্রামবাসী সহ মসজিদ কমিটি বাধা দিলে তখন সে উত্তেজিত হয়ে তার দলবল নিয়ে মসজিদ কমিটি ও তার পরিবারের উপর হামলা চালায়। এঘটনায় উভয় গ্রুপের ১১জন আহত হয়। গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, মোঃসাইদুল(৬২)মোছা ববি আক্তার(৩০),মোছা:শিরিনা আক্তার (৩৫), মোঃতাহেরুল(৩৫), মোঃবিজয়(১৫), মোছা:জাহানারা(৩৫), শুকুর আলী (৫২), শিমু(১৭) রেজাউল (৬০) শাহারুল(২৬)। এছাড়াও রিনা (২১) নামেন একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আহত ববি আক্তার বলেন আমার দুইটি অপারেশন করা আছে ওরা আমাকে পেটে লাথি মেরেছে আমার পেটের অবস্হা খুব খারাপ প্রচন্ড ব্যাথা অনুভব হচ্ছে, মাথায় ও আঘাত করেছে।

মসজিদ কমিটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, মসজিদের পুকুরকে কেন্দ্র করে সেচ্ছাসেবকলীগের সভাপতি আমিসহ আমার পরিবারের লোকসহ গরীব গ্রামবাসীকে বেধরক পিটিয়েছে সকলে উন্নত চিকিসা দারকার।

এ বিষয়ে মুঠফোনে বারাবার অভিযুক্ত জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোছা. নাইমা আক্তার বলেন, ৩/৪ জনের প্রায় মাথায় আঘাত পেয়েছে,  অনেকে কথাও ঠিকমতো বলতে পারছে না, তবে সেটা সাময়িকের জন্য হতে পারে, পরীক্ষা করলে বুঝা যাবে সমস্যা কতটা গভীর।

রবিউল ইসলাম আকন্দ।

 

কোন মন্তব্য নেই

Ads Place