মিথ্যা অপবাদের বিচার চেয়ে আত্মহত্যার চিরকুট হাতে নিয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সামনে দাঁড়িয়ে কল্পনা বেগম নামের এ...
মিথ্যা অপবাদের বিচার চেয়ে আত্মহত্যার চিরকুট হাতে নিয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সামনে দাঁড়িয়ে কল্পনা বেগম নামের এক মহিলা। সরকারি রাস্তার মাটি কাটার কাজ দিতে চেয়ে, না দিয়ে উল্টো তাকে চরিত্রহীন অপবাদ দেওয়ার অভিযোগ প্রকৌশলী আহসান হাবীবের বিরুদ্ধে। মিথ্যা অপবাদ সহ্য না করতে পেরে ওই প্রকৌশলীকে দায়ী করে আত্মহত্যার একটি চিরকুট হাতে নিয়ে উপজেলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন এই অসহায় হতদরিদ্র নারী।
রোববার (২০ জুলাই) দুপুরে মিথ্যা অপবাদের বিচার চেয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ে চিরকুট হাতে নিয়ে কল্পনা বেগমকে ঘুরতে দেখা গেছে।
হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেব মাঠপাড়া এলাকার স্বামী পরিত্যক্ত কল্পনা বেগম। মা-বাবা নেই, ছেলে নেই, একটি মেয়ে তারও বিয়ে হয়ে গেছে। বাড়িতে সেলাই মেশিনের কাজ করে চলেন তিনি। বর্তমান তেমন সেলাই মেশিনে চর কাজ হয় না। খেয়ে না খেয়ে দিন কাটে তার। বর্তমান পরিস্থিতিতে তার ঘরে এক মুঠো চালাও নেই।
গত ১০ থেকে ১২ দিন আগে কল্পনা বেগম জানতে পারেন, উপজেলা এলজিইডি অফিসে সরকারি রাস্তায় মাটি কাটার কাজে মহিলা শ্রমিক নেওয়া হবে। এমন খবরে তিনি ছুটে যান উপজেলার প্রকৌশলীর কাছে। তিনি তাকে কাগজপত্র জমা দিতে বলেন এবং এই নারী কাজের আশায় কাগজপত্র জমা দেন। আবার ইউএনও বরাবর এই কাজের জন্য আবেদনও করে তিনি। সেই আবেদনে ইউএনও সুপারিশও করেন। শেষমেশ প্রকৌশলী তাকে কাজ দেয় না। কল্পনা বেগমের চরিত্র খারাপ এই মর্মে কাজ দেওয়া যাবে না। এমন অপবাদ দিয়ে কল্পনা বেগমকে অফিস থেকে বের করে দেয় প্রকৌশলী।
কাজ না দিলেও, দিয়েছে মিথ্যা অপবাদ। যার কারণে মিথ্যা অপবাদের প্রতিবাদে এবং সুবিচারের আশায় প্রকৌশলীকে দায়ী করে আত্মহত্যার চিরকুট হাতে ঘুরছেন অসহায় কল্পনা বেগম।
ভুক্তভোগী কল্পনা বেগম বলেন, দুনিয়াতে আমার মতো অসহায় মানুষ আর নেই। আমি কারও দ্বারে হাত বাড়াতে পারি না। কাজ করে জীবিকা নির্বাহ করতে চাই। তাই একটা কাজের আশায় ইঞ্জিনিয়ার অফিসে আসছি। কিন্তু কাজ তো দুরের কথা, মিথ্যা অপবাদ দিয়ে ইঞ্জিনিয়ার সাহেব তার অফিস থেকে আমাকে বের করে দিয়েছেন। আমি নাকি খারাপ, কেন তিনি আমাকে খারাপ বললেন? প্রমাণ দিতে হবে, তা না হলে তাকে দায়ী করে চিরকুট লিখেছি, আমি আত্মহত্যা করবো।
কাজ দিতে চেয়ে, কাজ না দিয়ে কল্পনা বেগম নামের এক মহিলাকে মিথ্যা অপবাদ কেন দিয়েছেন? জানতে চাইলে হাকিমপুর উপজেলা প্রকৌশলী আহসান হাবীব জানান, আমি অফিসে নেই, ছুটিতে আছি। আগামীকাল অফিসে আসুন সব বলবো।
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, এলজিইডি অফিস তার বিষয়ে দেখবেন। যাছাই করে সে যদি কাজ পাওয়ার যোগ্য হয়, তাহলে পাবে।
তিনি আরও বলেন, ওই মহিলা যেন আমার অফিসে আসেন, তাকে সরকারি ভাবে খাদ্য সামগ্রী দেওয়া হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই