নওগাঁ সদর থেকে অপহৃত ১৩ বছরের একজন স্কুলছাত্রীকে চট্টগ্রামের ইপিজেড থানার তক্তারপুল এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৫ ও র্যাব-৭ এর যৌথ দল। এ...
নওগাঁ সদর থেকে অপহৃত ১৩ বছরের একজন স্কুলছাত্রীকে চট্টগ্রামের ইপিজেড থানার তক্তারপুল এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৫ ও র্যাব-৭ এর যৌথ দল। এ সময় অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. শাহীনুর রহমান (২৪) কে গ্রেপ্তার করা হয়। রোববার রাত সাড়ে ৮ টায় র্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভিক্টিম নওগাঁর সীমান্ত পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার পিতা বিদেশে থাকার সুযোগে অভিযুক্ত শাহীনুর দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। গত ১৮ জুন সকালে ভিক্টিম কোচিংয়ে যাওয়ার পথে কেডির মোড়ে পৌঁছালে শাহীনুর তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিক্টিমের মা নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প ও র্যাব-৭ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অবশেষে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর তক্তারপুল এলাকা থেকে অপহরণকারী শাহীনুরকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃত ভিক্টিমকে নওগাঁ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই