গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সন্ধ্যার আগে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বিক্ষো...
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সন্ধ্যার আগে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বিক্ষোভ শুরু করেন। এসময় সেখানে রাস্তায় আগুন জেলে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীর,এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সদস্য, ইঞ্জিনিয়ার গোলাম কবির, বোরহান উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম,ওয়ারেস অফ জুলাই এর সদস্য সচিব রাশেদুল ইসলাম অন্যান্রা।
বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই আন্দোলনের নেতাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা ছাত্রজনতা মেনে নেবে না। জুলাই বিপ্লবীদের এভাবে দমন করা যাবে না। দেশের ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে এই হামলার জবাব দেবে।
রেজাউল করিম রেজা।
কোন মন্তব্য নেই