Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই সাহিফুল ইসলামের মৃত্যু হয়েছে। নি হ ত সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপশন গ্রামের মৃত আবু...

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই সাহিফুল ইসলামের মৃত্যু হয়েছে। নি হ ত সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপশন গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে।

সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া-সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে শ্যালক জুয়েলের (৪০) সাথে দুলাভাই সহিফুল ইসলামের (৫৫) কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল উত্তেজিত হয়ে তাঁর ভগ্নিপতি শরীরের বাম হাতের বগলের নিচে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তবে হ ত্যা কারী জুয়েলের পরিবারের দাবি, জুয়েল মানসিক রোগী। তাকে চিকিৎসা করানোর জন্য দুলাভাই সহিফুল ইসলাম তার নিজ বাড়ি থেকে শশুর বাড়িতে আসেন। সেখানে এসে তার শ্যালক জুয়েলকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে সে উত্তোজিত হয়। পরে এক পর্য়ায়ে জুয়েল ছুরিকাঘাতে তার দুলাভাইকে হ ত্যা করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে  নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে  ময়নাতদন্তের জন্য লা শটি ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। হত্যাকারি ঘাতক জুয়েলকে উত্তোজিত জনতা মারধর করে। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসাধীন রয়েছে।

সেলিম সরোয়ার।

 

কোন মন্তব্য নেই

Ads Place