জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েল ও তার পরিবারের বির...
জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েল ও তার পরিবারের বিরুদ্ধে। উত্তর এবং দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে ওই দুজন ব্যক্তিই জোরপূর্বক নিজেদের বাথরুমের নালা কেটে দেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার জানান, বিদ্যালয়ের উত্তর এবং দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গা বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্তরা তাঁকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ ৩-৪ জন জানান, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে।
কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই