জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মে...
জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড রফিকুল ইসলাম তরুণ, জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন, বিএনপি নেতা এ্যাডঃ তানজীর আল ওহাব সহ অন্যান্যরা ।
মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকস সহ ৪০ টি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার প্রায় দশটি রাইড সহ রয়েছে বিভিন্ন ব্যবস্থা।
রেজাউল করিম রেজা।
কোন মন্তব্য নেই