দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার (...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সোমবার (১২ মে) দুপুরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সন্মেলনে বক্তব্য পাঠ করেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এ সময় তিনি বলেন, কাস্টমস কর্তৃক এইসএস কোর্ড একেক সময় একেক রকম নির্ধারত করার কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে, স্থলবন্দরের অভ্যান্তরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কমবেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে। এতে করে দিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাচ্ছে। উপরোক্ত সমস্যার সমাধান না করা হলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহ-সভাপতি মশফিকুর রহমান, সিএম মানিক মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই