জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়...
জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট সদর উপজেলা শাখার নেতারা।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে শহরের আমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু, সহ সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ প্রমুখ।
বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছি। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে জয়পুরহাট সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই