জয়পুরহাটে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত ১২ টার দিকে জেলার সদর উপজেলার দিওর ...
জয়পুরহাটে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত ১২ টার দিকে জেলার সদর উপজেলার দিওর এলাকা থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম জয়পুরহাট সদর উপজেলার দিওর গুচ্ছগ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত ১২ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দিওর এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি ট্যাপেন্টাডল বড়ি, ১০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারী জাহাঙ্গীর আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরপর উদ্ধার করা ৭৬টি ট্যাপেন্টাডল বড়ি, ১০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়। পরে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই