Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন মিলন 

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে...

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিনফুজুর রহমান মিলন। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পরে রাত ১১টায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফলে চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছানোয়ার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মেরিনা আক্তার মেরি পেয়েছেন ৪৩ হাজার ০৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম নেছা সপ্না কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট।

উপজেলায় ১ লাখ ২২ হাজার ৭৩৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৬৯.৯২ পার্সেন্ট বলে জানিয়েছেন কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর বেগম।

৩৭টি কেন্দ্রে টানা ভোট গ্রহণে উপজেলা প্রশাসন ও কালাই থানা পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য ও অন্যান্যদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আব্দুন নুর নাহিদ।

 

কোন মন্তব্য নেই

Ads Place