গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার আলালকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিব...
গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার আলালকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) রাত ৮ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা তাকে এ কারাদন্ড দেন। সে ওই শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার খলিলের ছেলে।
জানা গেছে, পৌর এলাকার শাখারুঞ্জ চৌধুরীপাড়া মোড়ে গাঁজা সেবন করা হচ্ছে। এমন খবর পেয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পরিদর্শক আমিনুল কবিরের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও ওই মহল্লার আলালকে (৪০) গাঁজা সেবন করার সময় হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
মোঃ আমানুল্লাহ আমান।
কোন মন্তব্য নেই