Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে  উপজেলা  সরকারি খাদ্য গুদ...

জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে  উপজেলা  সরকারি খাদ্য গুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রধান অতিথি হিসেবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহীন শাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউর রহমান , সহকারী উপখাদ্য পরিদর্শক মো. এনামূল হক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব  আব্দুল আজিজ আকন্দ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।

জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে মোট ৯৩৬ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ৬৯২ মেট্রিক চাল কেনা হবে। যা অব্যাহত থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

মো: আতাউর রহমান।




 

কোন মন্তব্য নেই

Ads Place