জয়পুরহাটের কালাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা জন্মাষ্টমী উদ...
শুক্রবার সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করেন। এতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, কালাই থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা আওয়ামী মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দত্ত, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিটল, সাংগঠনিক সম্পাদক শ্যামল রবিদাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনিষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমীর কুন্ডসহ উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ভক্ত বৃন্দ অংশ নেয়।
শোভাযাত্রা ছাড়াও পূজা আর্চনা, কীর্তন, প্রসাদ বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই