উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষকে স্বাবলম্বী করে তুলতে ডিটিএলপি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় গরু উপহার।...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি বস্তাপাড়া গ্রাম। এখানকার বিজয় কুমার দাস সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ডিটিএলপি প্রকল্পের মাধ্যমে একটি গরু ও প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী পান। কিন্তু সেই গরু আর বিজয় দাসের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি, শুধু কাগজে কলমেই মালিকানায় নাম তার। অভিযোগ উঠেছে-পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশাইদ আল আমিন সাদ সেই গরুটি নিজস্ব খামারে নিয়ে লালন পালন করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের স্বাবলম্বী করতে প্রকল্পের মাধ্যমে গরু বিতরণ করা হলেও ভোগ করছেন স্থানীয় এই নেতা। শুধু বিজয় কুমার দাসই নয়, এমন অভিযোগ মহিপুর সাঁওতাল পাড়ার বাসিন্দা রাবনেরও। এতে ক্ষোভ জানান ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জয়পুরহাট পাঁচবিবি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো, নিয়ায কাযমীর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার।
জেলার পাঁচবিবিতে ডিটিএলপির মাধ্যমে ৩টি ধাপে মোট ১৬৩ জনকে বিনামূল্যে একটি করে গরু, ১০ বস্তা গোখাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই