জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারের একটি মার্কেট থেকে চুরি যাওয়া সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ। এসম চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্...
পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় উপজেলার মাত্রাই বাজারের মঞ্জুর মার্কেটের ভিতরে ময়দুল ইসলামের গ্যারেজে মাত্রাই তালুকদার পাড়ার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন তার সিএনজি রেখে বাড়িতে চলে যায়। গত ২১ ফেব্রুয়ারী সোমবার ভোররাতে গ্যারেজ থেকে সিএনজি চুরি করে নিয়ে যায় চোরচক্র। অনেক খোঁজাখুজি করে সিএনজি না পেয়ে থানায় মামলা দায়ের করেন সিএনজি মালিক আনোয়ার।
মামলাটি রুজু হওয়ার পর জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশনায় কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকে নের্তৃত্বে এসআই এস এম জুবায়ের হোসেন সহ বেশ কয়েক জন অফিসার ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে অভিযান শুরু করে কালাই থানা এলাকা থেকে আসামী মোঃ আমিরুল ইসলাম ওরফে জাম্বো (৪৪), পিতা-মোঃ নাছির উদ্দীন আকন্দ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ছত্রগ্রাম (দক্ষিনপাড়া) , উপজেলা/থানা- কালাই, জেলা -জয়পুরহাট কে গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে আলোচ্য মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহার সহযোগী ও চোরাই সিএনজি ক্রয়বিক্রয় চক্রের বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক আবারো অভিযান পরিচালনা করে চোরাই সিএনজি ক্রয়বিক্রয় চক্রের তিন সদস্য মোঃ জুয়েল রানা (৩৬), পিতা-মোঃ রমজান আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কালামগাড়ী, উপজেলা/থানা- শিবগঞ্জ, জেলা -বগুড়া, মোঃ ফফিকুল ইসলাম ওরফে শহিদুল ফকির (৫০), পিতা-মৃতঃ পুকরু ফকির , ঠিকানা: স্থায়ী: গ্রাম- রায়নগর (ফকির পাড়া) , উপজেলা/থানা- শিবগঞ্জ, জেলা -বগুড়া, মোঃ সাজু মিয়া (২৯), পিতা-মোঃ শাহজাহান সাখিদার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- রায়নগর (সরকার পাড়া) , উপজেলা/থানা- শিবগঞ্জ, জেলা -বগুড়াদেরকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড় এলাকা থেকে আটক করা হয় এবং চুরি হওয়া মালিকানাধীন রেজিঃ বিহীন সিএনজি গাড়ী যাহার চ্যাসিস নং- MD2A27AZ4GWG-70725, ইঞ্জিন নং- AZZWGG-55258 মূল্যঃ ৩,০০০০০/- (তিন লক্ষ) টাকা, তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত উল্লেখিত ০৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি গ্রুপ জয়পুরহাট কালাই থানাসহ বিভিন্ন বগুড়া, গাইবান্ধা, নওগাঁ জেলার বিভিন্ন এলাকা হতে সিএনজি চুরি করে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের নিকট হতে সিএনজি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাতনামা সিএনজি চোরেরা জয়পুরহাট শহরের জনবহুল স্থানে, বেসরকারী বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, শপিংমল, সিএনজি গ্যারেজ ও মার্কেট এর সামনে অবস্থান করে সিএনজি চালকের অবস্থান ও গতিবিধি লক্ষ্য করে তারা কৌশলে সিএনজি চুরি করে নিয়ে যায়।
আসামীরা আন্তঃ জেলা সিএনজি চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীগণদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ইতিপূর্বে বেশ কিছু সিএনজি জয়পুরহাটসহ আশেপাশের জেলা হতে চুরি করে বিক্রয় করেছে। অজ্ঞাতনামাদের গ্রেফতার ও তাদের তত্ত্বাবধানে থাকা সিএনজিগুলি উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই