খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় আজ রবিবার অংশ নেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ ...
সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা জানান, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার মধ্যাহ্ন বিরতিতে আবু সাঈদ আল মাহমুদ স্বপন সভার প্রধান অতিথি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নিকট অনুমতি চান যে, তিনি খাগড়াছড়িতে কর্মরত তার নির্বাচনী এলাকার একজন কনস্টেবলসহ দুপুরের খাবার খেতে চান। উপস্থিত নেতৃবৃন্দও এক টেবিলে পুলিশ কনস্টেবলসহ খাবার খাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ইতিমধ্যে সেখানে জেলার পুলিশ সুপার উপস্থিত হলে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ হতে পারে জানিয়ে হুইপ স্বপন মূল ঘরের বাইরের বারান্দায় পুলিশ কনস্টেবল শামীমের সঙ্গে বসে খাবার খান।
জানতে চাইলে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমার এলাকার সকল নাগরিক আমার নিকট সম্মানিত। সুদূর খাগড়াছড়িতে এলাকার একজন মানুষ পেয়ে আমি আবেগে আপ্লুত হয়ে তার সাথে বসে দুপুরের আহার করি। এটা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। এ আনন্দ মানুষের পদ-পদবি, ধনসম্পদ, শ্রেণি অবস্থানের অনেক ঊর্ধ্বে।
হুইপ স্বপন বলেন, আমাদের পুলিশ সদস্যরা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে এবং ঝুঁকি নিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন, অজস্র মানবিক সহায়তামূলক কাজ করে চলেছেন। একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে খাবার খেয়ে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যের প্রতি সম্মান প্রদর্শন করেছি।
এএসআই মো. শামীম বলেন, হুইপ স্যার আমাকে ডেকে সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছেন। আমি খুবই আনন্দিত।
কোন মন্তব্য নেই