জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় শহীদ...
দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।
বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
এরশাদুল বারী তুষার।
কোন মন্তব্য নেই