Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিধবা নিহত, নারীসহ আটক-৩

বগুড়ার শিবগঞ্জে জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আক্তার মিলি (৪০) নামে এক বিধবা নারী খুন হয়েছে। সোমবার (৭মার্চ) সকাল সা...

বগুড়ার শিবগঞ্জে জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আক্তার মিলি (৪০) নামে এক বিধবা নারী খুন হয়েছে। সোমবার (৭মার্চ) সকাল সাড়ে ৭টায় বাড়ির সামনে রাস্তার উপরে মিলিকে নির্মম ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। সে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত: আফতার আলী মন্ডল এর মেয়ে। পুলিশ প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করে। 

আটকৃতরা হলেন নিয়ামতপুর গ্রামের মৃত: দেলোয়ার হোসেন এর  ছেলে শামীম (৫২), একই গ্রামের শামীম এর স্ত্রী  রুনা বেগম  (৩৫), আকবর আলীর ছেলে সিদ্দিক মন্ডল। 

জানা যায়, নিহত মিলি পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ কামদিয়া গ্রামের আল মাহমুদ মন্ডল এর সহিত বিয়ে হয়। সংসার জীবনে তার একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পর মিলি তার পিতার বাড়িতে থাকতো। পৈত্রিক সূত্রে মিলি ও তার ভাই ফেরদাউস আলী মন্ডল পিতার ২৬ শতক জমিপেয়ে ভোগ দখল করে আসছে। একপর্যায়ে তার চাচাতো বোন রুনা বেগম (৩৫) সেই জমির ওয়ারিশ বলে দাবী করে। এর প্রেক্ষিতে তার স্বামী শামীম হোসেন (৫০), ছেলে শাকিল (১৬) এবং  রুনা বেগম  পূর্ব পরিকল্পিত ভাবে ৬ মার্চ জমি দখলের চেষ্টা করে। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ফিরোজ (৪৫), হিরো (৩৫), সাব্বির (১৭) ও ঝুমর (২০) আহত হয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে ঘটনার পরেই দিন ৭ মার্চ সোমবার সকাল সাড়ে ৭টায় বাড়ির রাস্তার সমানে মিলি অবস্থান করা সময় পুনরায় শামীম, রব্বানী, সিদ্দিক ও রুনা  দলবদ্ধ হয়ে মিলির উপর অতর্কিত হামলা চালায়। এসময় রুনার ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মিলির মৃত্যু হয়।  

এসময় এলাকাবাসী শামীম (৫২), রুনা (৩৫), সিদ্দিক (৬০), রব্বানী (৫২) কে গণধোলায় দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান।আটককৃতরা হলেন, নিয়ামতপুর গ্রামের  মৃত: দেলোয়ার হোসেন এর  ছেলে শামীম (৫২), একই গ্রামের শামীম এর স্ত্রী  রুনা বেগম  (৩৫), আকবর আলীর ছেলে সিদ্দিক মন্ডল। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

খলিলুর রহমান আকন্দ।



কোন মন্তব্য নেই

Ads Place