Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫

জয়পুরহাটের সদর উপজেলায় ভিমরুলের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার দোগাছী বিল্লা গ্র...

জয়পুরহাটের সদর উপজেলায় ভিমরুলের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার দোগাছী বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেন হালিমা খাতুন (৫০)। তিনি ওই গ্রামের মো. কুদ্দুসের স্ত্রী।

এ ঘটনায় আহত পাঁচজন হলেন মো. সোলায়মান (১০৩), তার ছেলে আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), সবুরের স্ত্রী শামীমা (৪৫) ও মেয়ে সুমাইয়া (২২)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, বাড়ির পাশে পাকুড়গাছে ছিল ভিমরুলের চাক। একটি পাখি উড়তেই চাক ভেঙে যায়। এতে ভিমরুলের দল বেরিয়ে এসে আশপাশে থাকা লোকজনকে কামড়াতে শুরু করে। পরে প্রতিবেশীরা এসে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। নেওয়ার পথেই ওই গৃহবধূ মারা যান।

ভিমরুলের কামড়ে আহত আবুল হোসেন বলেন, শনিবার সকালে আমার বাবা সোলায়মান ও ভাবি হালিমা বাড়ির পাশে ওই ঝোপের ধারে ছিলেন। হঠাৎ একটি পাখি এসে ভিমরুলের চাকে আঘাত করলে ঝাঁকে ঝাঁকে ভিমরুল উড়ে এসে তাদের কামড়াতে শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে উদ্ধার করতে গেলে আমাদেরও কামড়ায়। পরে লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মো. শহীদ হোসেন বলেন, ভিমরুলের কামড়ে ওই গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

চম্পক কুমার।



কোন মন্তব্য নেই

Ads Place