জয়পুরহাটের হাট খোলা সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বি...
বিজিবি জানায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি সদস্যরা জেলার পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সোনাতলা এলাকা দিয়ে পার্শ্ববর্তী ভারতে অনুপ্রবেশের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে পাঁচবিবি থানায় মামলার মাধ্যমে সোপর্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের ফচিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) ও পশ্চিম উচনা গ্রামের মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশর সময় জয়পুরহাট ২০ বিজিবির হাটখোলা বিওপির সদস্যরা বেলাল হোসেন ও সাহাবুল নামে দুই বাংলাদেশি নগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দেয় বিজিবি সদস্যরা। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সীমান্তে অবৈধ ভারতীয় পণ্য চোরাকারবারি ব্যবসায়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে।
হারুনুর রশীদ।
কোন মন্তব্য নেই