জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আগাইড় আদিবাসী পল্লীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্ত...
গ্রেপ্তার হওয়া গরু ব্যবসায়ী উপজেলার আগাইড় গ্রামের শ্রী কিশোর সরকারের ছেলে সুকমল সরকার (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১০টার দিকে ওই কিশোরী নিজ ঘরে ছিল। কিশোরীর মা-বাবা দুজনেই মাঠে কাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গরু ব্যবসায়ী ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরী চিৎকারে স্থানীয়রা ছুটে এলে গরু ব্যবসায়ী সুকমল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কিশোরীর বাবা থানায় এসে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই