জয়পুরহাটের কালাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজ...
আহত পরিবারের সদস্যরা হলেন, মৃত রশিদ মন্ডলের ছেলে মো.সুজাউল ইসলাম (৪৫) এবং ছোট ছেলে মোঃ এনামুল হক (৪০) আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পরিবার সূত্রে জানা গেছে, জমির মাপযোগ নিয়ে তাদের শরিকদের মধ্যে বিরোধ চলছিল বেশ কিছু দিন আগে থেকে আব্দুল বারিক মন্ডল এবং আলমগীর হোসেনের মধ্যে। প্রায় এক মাস পূর্বে থেকে দুই পরিবারের মধ্যে জমির আইল নিয়ে মাপযোগ সমাঝোতা না হওয়ায় বিবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে মৃত রশিদ মন্ডলের পরিবারের সদস্যরা জমি বুঝে নেয়ার পরে রোবাবার সকালে আইল কাটতে গেলে নতুন করে আবার বিরোধ সৃষ্টি হয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত আব্দুল বাকের মন্ডলের ছেলে আ: আব্দুল বারিক মন্ডল ( ৬০) এবং আব্দুল খালেকের মন্ডলের ছেলে মো. আলমগীর হোসেন কোদালের ঘারা দিয়ে আ তাদের মাথা ফেটে যায়। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
আহত মো. সুজাউল ইসলাম এবং মোঃ এনামুল হক জানান, আমরা জমিতে চাষ করার জন্য দুই ভাই জমির আইলের আগাছা পরিষ্কারের জন্য গেলে তারা আমাদের উপর হঠাৎ করে আক্রমন করে। এবং তাদের কোদাল দিয়ে মাথায় আঘাত করে।
অপরপক্ষ আলমগীর হোসেন বলেন তেমন কিছু নয় জমির আইল নিয়ে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে মাথায় কোদাল লেগে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটানাটি শুনেছে, অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।
আব্দুল কাদের/কালাই
কোন মন্তব্য নেই