জয়পুরহাটের ক্ষেতলালে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে উভয়েই বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়েছে, উভয়ের অবস্থা আশঙ্কাজনক। পা...
পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের ইসলাম মিয়ার পুত্র আরমান আলীর বিয়ে হয় পার্শ্ববর্তী তেলাল মুরারীপুর গ্রামের মনছুর আলী মোল্লার মেয়ে মহিমা খাতুন (২৫) এর সাথে ।
তাদের দুটি সন্তান পুত্র ও কন্যা রয়েছে। স্বামীর পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো, এর জের ধরে শনিবার সকাল ১১ টার দিকে প্রথমে স্ত্রী ইঁদুর মারা গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়ে, তা দেখে স্বামীও ভীত হয়ে সেও অনুরূপ বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে, স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা প্রথমে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ জোবায়ের আল ফয়সাল বলেন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত গ্যাস বড়ি সেবনের চিকিৎসার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী দুজনকেই বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
মিজানুর রহমান।
কোন মন্তব্য নেই