দিনাজপুরের হিলির ১নং বোয়ালদাড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনের ছোট ভাই আসাদুজ্জামানকে মেরে ৩ লাখ টাকা ছিনতাই করার অভিযোগে স্থান...
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন বাদী হয়ে হাকিমপুর (হিলি) থানায় বাগদোড় গ্রামের মঞ্জুর রহমান, মোতালেব হোসেন, তানভির আহমেদ তমাল, জাইদুল ইসলাম, মানিক মিয়া, আব্দুর রউব চেরু, ফজলু হক, জহুরুল ইসলাম, জোবায়দুর রহমান, শাহারুল ইসলাম ও বলাই চন্দ্র সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
মামলা সুত্রে জানা যায়, হিলির বাগদোড় গ্রামে মৃত আলহাজ্ব আব্দুল আজিজ সরকারের ছেলে আসাদুজ্জামান গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নিজেস্ব জমি বন্ধকীয় ৩ লাখ টাকা নিয়ে হরিণা গ্রামে জমি ক্রয়ের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এমন সময় পালি বটতলী গ্রামে সামনে কাঁচা রাস্তায় উপর পূর্ব পরিকল্পিত ভাবে উপরোক্ত ১১ জন আসামি আসাদুজ্জামানের উপর অতর্কিত ভাবে আক্রমণ করে। এসময় তাদের হাতে থাকা ভারি ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করতে থাকে এবং আসাদুজ্জামানের নিকট থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। আঘাতপ্রাপ্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে আসে, স্থানীয়দের ভয়ে তারা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হিলি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। বর্তমান আসাদুজ্জামান হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ভাইয়ের প্রতি এই নির্মম অত্যাচার ও ডাকাতি হওয়া ৩ লাখ টাকা ফিরে পাওয়ার ন্যায় বিচারের জন্য সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন থানায় আশ্রয় নিয়েছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই