জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক চাপায় ইমরান হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি পৌর সদরের প্রাণিসম্পদ মোড় এলাকার নবাবগঞ্জ...
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে আক্কেলপুর বাজার থেকে কাঁচা সবজি বোঝায় একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পৌরসদরের প্রাণিসম্পদ মোড় এলাকার নবাবগঞ্জ ব্রীজের পশ্চিম পার্শ্বে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন (৩৫) পায়ে এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তিনি কীটনাশক কোম্পানী ‘ইনতেফা’র ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দূর্ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে তাৎক্ষনাত সনাক্ত করা সম্ভব হয়নি’।
মওদুদ আহমেদ।
কোন মন্তব্য নেই