জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল। বুধবার রাতে উপজেলার উ...
বুধবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। তিনি উত্তর তেলিহার গ্রামের কোরবান আলী ফকিরের ছেলে আব্দুল গোফ্ফার (৩৫)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, আটক মাদক কারবারি আব্দুল গোফ্ফার ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে উঠতিবয়সী তরুণ ও মাদকসেবিদের নিকট বিক্রি করে আসছিলো।
তার বিরুদ্ধে কালাই থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
মো.চঞ্চল বাবু।
কোন মন্তব্য নেই