জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভুঁইডোবা গ্রামের অটোভ্যান চালক দুলালের মেয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, প্রেমিকের সাথে দীর্ঘদিন...
উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ভুঁইডোবা গ্রামের অটোচালক দুলালের মেয়ের সঙ্গে একই গ্রামের বেলাল হোসেনের ছেলে লম্পট ছাব্বির হোসেনের (২২) সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রেমের সর্ম্পকে ছাব্বির প্রায় নিহত প্রেমিকার বাড়িতে দিন-রাত আসা-যাওয়া করত।
নিহতের মা তারা বানু বলেন, আমার মেয়ে পাশের ঘরে একাই থাকে। সোমবার গভীর রাতে বেলালের ছেলে ছাব্বির আমার মেয়ের ঘরে প্রবেশ করে। আমি বিষয়টা দেখতে পেলে ছাব্বির আমার পা জড়িয়ে ধরে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করব ঘটনাটি কাউকে বলেন না। সকালে মেয়ে আমাকে কাঁদতে কাঁদতে বলে ছাব্বির আমাকে বিয়ে করবে না। কাজের জন্য বাড়ির বাহিরে গেলে একটু পরেই মেয়ে ঘরে গিয়ে গলায় দড়ি দেয়। মেয়েকে বাঁচানোর জন্য ডাক্তারের নিকট যাওয়ার পথেই সে মারা যায়। ঘটনার পর থেকেই লম্পট ছাব্বির এলাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
আকতার হোসেন বকুল।
কোন মন্তব্য নেই