জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে দেশব্যাপী ‘মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’-এর ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জয়পুরহাটের কালাই ...
তিনি সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ৫০ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন। তামান্না ওই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেছিলেন।
শনিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিজয়ী সরকারি মহিলা কলেজের ছাত্রীর বাবা প্রেসক্লাব বরাবরে এ বিষয়ে একটি পত্র পৌঁছে দেন অধ্যক্ষ নাজিম উদ্দিন। তামান্না ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এমন সাফল্যে কলেজের বাবা-মা ও কলেজের শিক্ষকরা বেশ খুশি।
কলেজসূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন সারা দেশের সরকারি-বেসরকারি কলেজসমূহের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। তাদের আয়োজনে ওই প্রতিযোগিতায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ শিক্ষার্থী রচনা লিখে। তাদের মধ্যে হতে ৩৪৭ প্রতিযোগীকে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
পরে মাঠ প্রশাসনের সক্রিয় সহযোগিতায় অনলাইন প্লাটফরম জুম ব্যবহার করে কমিশন প্রতিযোগীদের কুইজ গ্রহণ করেন। রচনার প্রাপ্ত নম্বর এবং কুইজের মৌখিক পরীক্ষার ফল সমন্বয়ে ক ও খ গ্রুপে মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ওই প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জনের মধ্যে রাজশাহী বিভাগের ছয় শিক্ষার্থী বিজয়ী হন। তাদের মধ্যে জয়পুরহাট জেলার কালাই সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তানিশা আক্তার তামান্না স্থান পায়।
তানিশা জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং মা আফরোজা বিবির মেয়ে। তিনি পিএসসি, জেএসসি এবং এসএসএসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ এ সাফল্য অর্জন করে।
তানিশার মা আফরোজা বিবি জানান, ছোট থেকেই মেয়েটি পড়াশোনায় খুব মনোযোগী। ওকে কখনও পড়ার টেবিলে বসতে না বললেও নিজে থেকেই সারাক্ষণ বই নিয়ে পড়াশোনা করত। এমন সাফল্যে আমরা খুশি।
কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন, রাজশাহী বিভাগে মোট ছয় শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। তার মধ্যে এই কলেজের তানিশা স্থান পেয়েছে। ওই সংস্থা তানিশাকে দুই বছর মেয়াদে মাসিক দুই হাজার টাকা করে প্রদান করবে বলে পত্র দিয়েছে। তানিশা এই বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। আমরা তার সাফল্য কামনা করি।
এটিএম সেলিম সরোয়ার।
কোন মন্তব্য নেই